আমার উঠান জুড়ে অভিমান
আসমান ছেয়ে আছে জোছনা ঝরা চান।
তোমাকে হারায়েও হারাই নাই প্রেমের টান
মেঘলা দিনের বাতাসে ছড়ানো আছে রিদয়ের ঘ্রান।
কাশ্মীরি রুপের হাসিতে দেখেছি রক্তের অফুরান ধারা
তুমি চুপ হয়ে গেলেও বোবাভাষায় রিদয় দিতে জানে সাড়া।
এই মেঘমনটার দুঃখ চিনে অসহায়ত্ব বুঝেও করলে অবহেলা
জানি এখন আমারই কষ্টের অঝোর ধারায় ভেজো একলা একলা।
যত রুপকথার মায়াময়ী রুপ সব হয়ে গেছে শুকনা-কান্নার মতো চুপ
তোমারই হাসির স্মৃতিতে বেঁচে আমার রিদয়জ্বলা আগুনে দেখি স্বরুপ।
মিথ্যার বাস্তবাতায় তুমি নাই রিদয় জুড়ে হাটে অপরুপ ছায়া
কান্নার ক্লান্তির পরে তোমার সুরত আরও স্পষ্ট হয়ে জমে গূঢ় মায়া।
আমার উঠান জুড়ে অভিমান
আসমান ছেয়ে আছে জোছনা ঝরা চান।