স্পর্ষের দ্বিধায় কেঁপে ওঠে বিকালের বিরহী বাতাস
হতে হাত রাখা মানে একটা পৃথিবীকে আর একটা পৃথিবীর ধরে থাকা।
আমাদের দুই ঠোঁটের দেয়ালের মাঝে ব্যক্তিগত ইতিহাস ঘুমায়ে থাকে
ঠোঁটে ঠোঁট রাখা মানে নিঃশ্বাসের দম থামিয়ে জিবনময় আয়ুর বিনিময়।
মানুষের শরীরে ঝড় জমতে থাকে জন্মসূত্রের অতি গোপন নিয়মে
বুকের সাথে বুক লেগে থাকা মানে ফুলের গন্ধগুলোর নীরব গান হয়ে যাওয়া।
দৃষ্টিতে নয় অনুভূতির চোখ চিনতে পরে হাসির গভীর উত্সভূমি
চোখে চোখ রাখা মানে জিবনের সাথে জিবন বিনিময়ের আগে শীতল অগ্নি-ধ্বনি।
ঘামের গন্ধে জমে আছে জীবন ও সাগরের প্রাচীন স্বর
দেহ দিয়ে দেহের বেদনা ধরা মানে শিশুর আহ্লাদি শব্দের কাছে
সকালের স্বপ্নকে আমানত রাখা।
স্পর্ষের দ্বিধায় কেঁপে ওঠে বিকালের বিরহী বাতাস
হতে হাত রাখা মানে একটা পৃথিবীকে আর একটা পৃথিবীর ধরে থাকা।